
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ শৃঙ্খলা ও জাতীয় চেতনার সাথে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কবি নজরুল মিলানায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম মানিক, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, আইসিটি কর্মকর্তা রাফীদ উদ্দিন খান, সহকারি পল্লী উন্নয়ণ কর্মকর্তা গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, “মহান বিজয় দিবস শুধু আনন্দের নয়, এটি স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ দিন।” তারা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার পাশাপাশি তরুণ সমাজকে দেশপ্রেম, মানবিকতা ও দায়িত্ববোধে উজ্জীবিত করতে যথোপযুক্ত কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।





























