
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদের মানসিক বিকাশের লক্ষ্যে ও দেশের খেলাধুলাকে আরও এগিয়ে নিতে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার উদ্যোগে কুমিল্লা জেলা পরিষদ কর্তৃক বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা কবি নজরুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন ব্যাট, ব্যাডমিন্টন নেট, ভলিবল নেট, ক্রিকেট ব্যাট, গ্লাভস, স্ট্যাাম্প, ফ্লাওয়ার বক্স, ক্রিকেট বল ইত্যাদি ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সাকিব হাছান খাঁন। এসময় আরো উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার কুহিনুর বেগম, শামসুল হক কলেজের অধ্যক্ষ মাহবুব আলম, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।





























