
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ "বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনবো হাসি সবার ঘরে" এই প্রতিবাদ্যে কুমিল্লার মুরাদনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা'র সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।সমাজ সেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে এর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল হক, জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ ইমাম হোসেন, মুরাদনগর সদর ইউপি চেয়ারম্যান কাজী তুফরীজ এটন, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আলম।এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী রায়হানুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, জাহাঙ্গীর হোসেন, শহিদুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজীব, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য তরিকুল ইসলাম দীপু, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিকুর রহমান হেলাল, আওয়ামী লীগ নেতা বশির আহমেদ, ইউপি চেয়ারম্যান আবুল বাশার খান, গোলাম কিবরিয়া খোকন, ইঞ্জিনিয়ার শওকত, খন্দকার কামাল উদ্দিন, আবুল কালাম আজাদ, জাকির হোসেন, ইকবাল হোসেন সরকার, রহিম পারভেজ, আব্দুস সামাদ মাঝি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী ফরিদ উদ্দিন আহমেদ, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, জাতীয় মহিলা সংস্থা মুরাদনগর উপজেলার চেয়ারম্যান মায়া আক্তারসহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।





























