
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগরে গাঁজা সেবনের অপরাধে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান।
জানা যায়, মঙ্গলবার বিকালে নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামের বি-বাড়িয়া বেকারিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় গাঁজা সেবনের অপরাধে বেকারীর এক কর্মচারীকে এক মাসের কারাদন্ড দেওয়া হয়। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের অপরাধে বি-বাড়িয়া বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে মুরাদনগর -হোমনা রোডস্থ মৎস্য খাদ্য এর দোকানে লাইসেন্স না থাকার অপরাধে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন ২০১০ অনুযায়ী ৫ হাজার টাকা এবং যাত্রাপুরস্থ মাতৃভাণ্ডার এর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সিনিয়র মৎস্য অফিসার সুমন লাল দেবনাথ ও আইনশৃঙ্খলা রক্ষায় মুরাদনগর থানার পুলিশ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান বলেন, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আমাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে।





























