
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগরে গোমতী নদীর চরে মাটি কাটা রোধে মধ্যরাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার মধ্যরাতে উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান এর নির্দেশনায় নবীপুর পশ্চিম ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন গোমতী নদীতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন। এসময় অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর তফসিলভুক্ত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ (সংশোধিত-২০২৩) অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পাশাপাশি আশেপাশে মাটি যেন না কাটতে পারে সেজন্য উক্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন বলেন, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আমাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে।



































