
এম এম ইউসুফ আলী স্টাফ রিপোর্টার
কুমিল্লার নাঙ্গলকোট মডেল মহিলা কলেজে ১১ ডিসেম্বর বৃহস্পতিবার দিন ব্যাপী অনুষ্ঠিত হলো বর্ণিল প্রাণবন্ত পিঠা উৎসব ২০২৫।
কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান পরহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সভাপতি সাবেক সচিব আবু তালেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের হিতৈষী সদস্য সমাজ সেবক বশিরুজ্জামান খান,নাঙ্গলকোট উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমিটির আহবায়ক তৌহিদুর রহমান মজুমদার, অভিভাবক সদস্য সাবেক কমিশনার আবু ইউসুফ,নুরুল ইসলাম, ইউনুস মিয়া নোমান,নুরুল ইসলাম সহ প্রমুখ।
এ সময় অতিথিবৃন্দসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সকলে বিভিন্ন স্টলের নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠার স্বাদ গ্রহণ করেন।
উদযাপনে “পিঠা মানেই মায়ের টান—উৎসবে বাজুক ঐতিহ্যের গান” স্লোগানটি ছিল বিশেষ আকর্ষণ।
বিভিন্ন বিভাগের ও শিক্ষার্থীদের উদ্যোগে নানান স্টল সাজানো হয়, যার মধ্যে ‘মনপুরা ’সহ কয়েকটি স্টল ছিল অন্যতম নজরকাড়া। স্টলে প্রদর্শিত দুধপুলি, পাটিসাপটা, ভাপা, চিতই, গোলাপ পিঠা ও নানা রকম ঐতিহ্যবাহী পিঠা দর্শনার্থীদের দারুণভাবে আকৃষ্ট করে।
কলেজ কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা, ঐতিহ্য রক্ষা এবং আনন্দমুখর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এ ধরনের আয়োজন প্রতিবছর হয়ে থাকে।
আগামিতে আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে।
পিঠা উৎসবকে কেন্দ্র করে কলেজ চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ ও আনন্দ-উচ্ছ্বাসের আমেজ।





























