
নারায়ণগঞ্জে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে পোস্ট অফিস রোডের বুনন ডাইং কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা ও সায়মা রাইয়ানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের কর্মকর্তা ও জেলা পুলিশের সদস্যরা সহায়তা করেন।
কারখানাটি তরল বর্জ্য উৎপন্ন করে পরিবেশের ক্ষতি করছে—এ অভিযোগে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদনক্রমে অভিযান চালানো হয়। বুনন ডাইং নামে পরিচিত এ প্রতিষ্ঠানটির আগের নাম ছিল বিসমিল্লাহ টুইস্টিং, বলাকা ডাইং ও আশহী ডাইং। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি বৈদ্যুতিক এবং গ্যাস মিটার খুলে কারখানার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।
এর আগে গত ৩০ নভেম্বর কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। প্রতিষ্ঠানটিকে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ, ইটিপি নির্মাণ এবং এটিপি স্থাপনের মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত কারখানা চালু না করার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানার বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে চলবে।





























