
নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণকারী পাঁচটি যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে পাঁচটি হর্ন।
বুধবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রাশেদ খানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহায়তা করে নারায়ণগঞ্জ থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানে প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম।
পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬–এর ৮(২) বিধি লঙ্ঘনের দায়ে এসব যানবাহনের বিরুদ্ধে ১৮(২) ধারা অনুযায়ী এ জরিমানা আদায় করা হয়।
অভিযানকারীরা জানান, নগরজুড়ে অনিয়ন্ত্রিত হর্নের ব্যবহার জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে। দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।



































