
নবীগঞ্জে কলেজ শিক্ষার্থী সৈয়দ রাইসুল হক তাহসিন হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (১৫ মার্চ) সকালে বিশেষ অভিযান পরিচালনা করে মৌলভীবাজার থেকে ওই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশ জানতে পারে হত্যা মামলার প্রধান এক আসামী মৌলভীবাজারে অবস্থান করছে। এতে তাৎক্ষণিক নবীগঞ্জ থানার এস আই রাজিব রহমানের নেতৃত্বে একদল পুলিশ মৌলভীবাজারে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে নবীগঞ্জের রাইয়াপুর গ্রামের হিফজুর রহমান হেবলুর পুত্র মাহফুজুর রহমান মান্নাকে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে গণমাধ্যমকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন- নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুক আলী
উল্লেখ্য, নবীগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী সৈয়দ রাইসুল হক তাহসিন হত্যাকান্ডে মান্না'কে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হলো, জুয়েল, রিহাত, সাফি,রিমন,জাকির, লাদেন, সাজু,সাজ্জাত,রাতুল ও মওদুদ।
নিহত তাহসিনের মা" মাহফুজা সুলতানা বাদী হয়ে নবীগঞ্জ থানায় এই মামলাটি দায়ের করেন।





























