
নন্দিগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রামে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার ও কীটনাশক বিক্রি, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টায় দিকে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাট বাজার এলাকায় সার ও কীটনাশক ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আবু সাঈদ ট্রেডার্সের মালিক মো. আবু সাঈদ উল্লেখিত অপরাধ করায় সেখানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান। সেসময় সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক ও নন্দীগ্রাম থানা পুলিশ সদস্যরা।
এতথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। তিনি বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে আইন মেনে ব্যবসা করতে হবে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।





























