
ইসরাফিল ইসলাম মান্দা নওগাঁনওগাঁর মান্দায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়িতে হামলা ভাঙচুর মারপিট ও হুমকি প্রদানের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজীগোবিন্দপুর গ্রামে এ ঘটনার ঘটে। এ ঘটনায় ঐ গ্রামের মৃত আতার পিয়াদার ছেলে নুরবক্স পিয়াদার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিপক্ষের রেজাউল হক (৪০), সুজন (২৯) শহিদুল (৫০) সর্বপিতা নুরুদ্দিন শাহ, রেজাউলের ছেলে শামীম (২২) সফুরা বেগম (৭০) স্বামী মৃত নুরুদ্দিন মোছাঃ গেন্দা বেগম (৩৫) স্বামী রেজাউল হক মোঃ রাব্বি পিতা অজ্ঞাতনামা সহ ৩-৪ জন হামলা চালায় বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী নূরবক্স পেয়াদা জানান, অভিযুক্তরা দলবদ্ধ হয়ে গত ২৩ জানুয়ারি আনুমানিক সকাল সাত ঘটিকার সময় আমার বোন মোসাঃ কাজল রেখার বয়স (৪০) এর উপর অতর্কিত হামলা চালায় এবং কুপিয়ে গুরুতর যখম করা হয়। পরে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। কিন্তু তোর অবস্থা আশঙ্কা জনক হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময়ে আমার ছোট ভাই ফুলবক্স আহত হয়। তিনি আরো বলেন অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় অনবরত হুমকি দিয়ে যাচ্ছে। বাড়িতে গেলে তারা অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া করছে। তাদের ভয়ে ও আতঙ্কে কয়েকদিন ধরে আমরা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। অপরদিকে অভিযুক্ত রেজাউল হক হারু জানান, জমি জমা দীর্ঘদিন ধরে তাদের সাথে আমাদের ঝামেলা, আমাদের জায়গাতে ঘর করতে গেলে তারা বাধা দেয় এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে রাত্রে তারা হামলা চালিয়ে নির্মাণাধীন ঘর ভেঙ্গে দেয় এ সময় বাধা দিতে গিয়ে আমি আমার বোন সহ তিনজন আহত হয়ে চিকিৎসা নিচ্ছে। কুশুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল জানান, জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে ইউনিয়ন পরিষদের আবেদন করেছিল তারা। প্রেক্ষিতে স্থানীয় ইউপি সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। কাগজপত্র যাচাই বাছাই করে সমাধানের জন্য। পরবর্তীতে সেটা কি হয়েছে আমার জানা নেই।এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি)কে এম মাসুদ রানা জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মারামারি ঘটনায় উভয়পক্ষ অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।




























