
স্টাফ রিপোর্টারঃ
অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের ডিসেম্বর মাসে মহাসম্মেলন নিয়ে সার্জেন্ট মোঃ হুমায়ুন কবির (অবঃ) সভাপতি ও প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা (অসকস) বাংলাদেশ, যে মানুষটি অবসর জীবনের প্রতিটি মুহূর্ত এই সংগঠনের জন্য বিরামহীন কাজ করে যাচ্ছেন। বর্তমান সমাজে উনার মত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা মানুষের বড়ই অভাব, আর তার কারণ হল সত্য কথা বলা, ন্যায অধিকার আদায়ে সোচ্চার হওয়া মানুষটিকে দমিয়ে রাখতে কিছু অমানুষ মিথ্যা প্রচারণা চালিয়ে থাকে। আমরা সংগঠন করি বৃহত্তর একটি জনগোষ্ঠীর বৈষম্য দূর করার জন্য কোন ব্যক্তি স্বার্থের জন্য নয়। আপনার আমার মত হুমায়ুন ভাইয়ের ও পরিবার আছে,সন্তান আছে, আপনজন আছে তারপরও নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। দেখেন গত চার পাঁচ দিনে উনার পথ চলা। ২০/১১/২০২৫ ঢাকা থেকে গাইবান্ধা পলাশ বাড়ি ওখানে রাত্রি যাপন করে ২১ তারিখ সারা গোবিন্দগঞ্জে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে গোবিন্দগঞ্জ থেকে বগুড়া আসেন এবং রাতে সিলেটের উদ্দেশ্যে রওনা করেন, সকালে সিলেট পৌঁছে ওখানেও সারাদিন অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করেছেন। পরদিন ২৩ ঢাকা চলে আসেন। ২৪ তারিখ সিএমএইচে রোগী দেখতে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বেড়িয়েছেন। ২৫ তারিখ নরসিংদী জেলা পলাশ উপজেলা শাখার সভাপতি এখলাস ভাইয়ের মরহুম পিতার জানাজায় অংশগ্রহণ করেন এবং রাতে বাসায় ফিরেন। এখন বুকে হাত রেখে বলুন কোন সংগঠনের সভাপতি অথবা কোন দায়িত্বশীল ব্যক্তি আছে উনার মত? আমি সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের এই প্রিয় মানুষটিকে সুস্থ রাখেন ভাল রাখেন এবং নেক হায়াত দান করেন আমিন। ডিসেম্বর মাসের মহাসম্মেলনকে সার্থক করার জন্য কাজ করে যাচ্ছেন।





























