
মোঃ জনি হোসেন করিমগঞ্জ প্রতিনিধিঃ
ঐতিহ্যাসিক ৭ই মার্চ উপলক্ষে সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুবিজুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন করিমগঞ্জ উপজেলা প্রশাসন ও করিমগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৭ মার্চ)এ দিবসটি উপলক্ষে সকালে করিমগঞ্জ উপজেলা চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন করিমগঞ্জ উপজেলা প্রশাসন করিমগঞ্জ থানা পুলিশ।এসময় করিমগঞ্জ উপজেলা প্রশাসন, করিমগঞ্জ থানা মুক্তিযোদ্ধা সমাজের সর্বস্তরের লোকজন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পুস্পস্তবক অর্পণ শেষে করিমগঞ্জ উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ফারহানা আলীর সভাপতিত্বে আলোচনা সভা ও ৭ই মার্চ ভাষণ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ফারহানা আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার করিমগঞ্জ সার্কেল (এএসপি) এনামুল হক করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হান্নান মোল্লা,করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান।
পুস্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা আলী,সিনিয়র সহকারী পুলিশ সুপার করিমগঞ্জ সার্কেল (এএসপি) জনাব এনামুল হক করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, করিমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হান্নান মোল্লা মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার (এসআই) রেজাউল করিম,(এসআই) আলমগীর কবির,(এএসআই) শাহীন আলম,(এএসআই) মোঃ সেলিম হোসেন,(এসআই) মোঃ জয়নাল আবেদীন (এসআই) এমরান ভুঁইয়া সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,শিক্ষক শিক্ষার্থী সূধীজন প্রমূখ।





























