
মো: আব্দুর রহমান, স্টাফ রিপোর্টার দীর্ঘ দিন পর পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের কমিটির অনুমোদন দিয়েছে পাবনা জেলা ছাত্রলীগ। শনিবার (৯ মার্চ) পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ ও সাধারন সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জাহিদ হাসান মামুন কে সভাপতি, ইমতেহান ইমন,মাজহারুল ইসলাম আরিফ,জাহিদ হাসান অর্ণব,রিতু ইয়াসমিন- সহ-সভাপতি,শেখ রাসেল - সাধারন সম্পাদক, ইকবাল বারী ইমন,তৌহিদুজ্জামান,এবাদুল ইসলাম তুষার,মোঃ জুয়েল হোসেন রানা,সানজিদা জামান অমি,জিহাদ হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক, মোঃ মুবিন ইসলাম,পূজা জোয়ার্দ্দার,বন্যা খাতুন, আফরোজা প্রিয়া,মোঃ ইমরান খান - সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়েছে।দীর্ঘ দিন পর আওয়ামীলীগ পরিবারের সন্তানদের নিয়ে কমিটি গঠন করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সাধারন ছাত্রসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ।





























