
জাহিদ হাসান মুক্তার, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নানা আয়োজনে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনের প্রথম প্রহরে পাকুন্দিয়া সরকারি কলেজ মাঠে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন,আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গসংগঠন, বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি), জাতীয় পার্টি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন উপজেলা প্রশাসন ।সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তপোধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।পরে পাকুন্দিয়া সরকারী কলেজ মাঠে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা শারিরীক কসরত ও ডিসপ্লে প্রদর্শন করে।সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শারফুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার(ভূমি) তানিয়া আক্তার, অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু, মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মক্তিযোদ্ধা মোঃ মেসবাহ উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, উপজেলা ভাইস- চেয়ারম্যান হারুন-অর-রশিদ জুয়েল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত,শিক্ষা কর্মকর্তা সন্ধ্যা রাণী সাহা, উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।বক্তারা তাদের বক্তব্যে স্বাধীনতা দিবসের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।





























