
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: পায়ে বিশেষ কৌশলে টেপ পেঁচিয়ে ইয়াবা ট্যাবলেট পাচারের সময় বগুড়ায় ননদ-ভাবী পরিচয়ের দুই নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের সদস্যরা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে জেলার শাজাহানপুর থানাধীন নয়মাইল জামালপুর এলাকায়, ঢাকা–রংপুর মহাসড়কের পশ্চিম পাশে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বাসটির D-3 ও D-4 নম্বর সিটে বসা টিকিটবিহীন দুই নারী যাত্রীর দেহ তল্লাশি করে। এসময় তাদের পায়ে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ২টি ও একটি বাটন ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন পাগলা উত্তরপাড়া এলাকার মতলেব সরদারের মেয়ে দিপা আক্তার (৩০) ও খুলনা জেলার রূপসা থানাধীন নৈহাটী এলাকার কাউসার আলমের মেয়ে নুর-নাহার (৪০)।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদকাসক্তির বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ডিএনসি বগুড়া জেলা কার্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে পাচারকারীরা নারী ও বিভিন্ন অভিনব কৌশল ব্যবহার করে ইয়াবা পরিবহনের চেষ্টা করছে। তবে এসব কৌশলও আমাদের নজর এড়াতে পারছে না। মাদক ব্যবসার সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে মাঠপর্যায়ে অভিযান আরও জোরদার করা হবে।”
তিনি আরও বলেন, মাদকাসক্তিমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি।
গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।





























