
।
সাইয়্যেদ শান্ত-পঞ্চগড় প্রতিনিধি:-
গণতান্ত্রিক যুক্তফ্রন্ট পঞ্চগড় জেলা শাখার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার(০৫ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় স্টেডিয়াম রোডের কায়েতপাড়া এলাকায় এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, আমরা বাম দল যারা রয়েছি সকলে মিলে একটা ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) বাংলায় বলে
গণতান্ত্রিক যুক্তফ্রন্ট গঠন করেছি। আফতত ৯টি দল আমাদের এই প্লাটফর্মে এসেছেন আরও দল আসবেন। তবে এটা একদিনে গঠিত হয়নি। এটা দীর্ঘ দিনের একটি আলোচনার ফসল। তিনি বলেন, বাংলাদেশ একটা অস্বাভাবিক সংকটময় মুহুর্ত চলছে। পরিবর্তন আমরা চেয়েছি কিন্তু পরিবর্তন হওয়ার পরে যে কথাগুলো এসেছে সেগুলো ঠিক ছিলনা। কথাগুলো হচ্ছে স্বাধীনতা ঠিক না, সংবিধান ঠিক না, জয় বাংলা ঠিক না, শেখ মুজিব ঠিক না ইত্যাদি ইত্যাদি। এসময় নেতা-কর্মীদের উদ্দ্যেশে তিনি বলেন একটা সরকার ফ্যাসিষ্ট হয় কেন? বিরোধী দল যখন তার প্রপার ভুমিকা পালন করতে না পারে তখন ফ্যাসিস্ট হয় । তিনি বলেন, ক্ষমতায় যে যায় সেই শক্ত করে থাকার চেস্টা করে। ফ্যাসিবাদ একটা রোগের নাম। যেই ক্ষমতায় যায় সেই এই রোগে আক্রান্ত হয়ে যায়৷ ডক্টর ইউনুস ক্ষমতা নেয়ার পর অনেকই বলেছিলেন ডক্টর ইউনুসকে আরও চার বছর লাগবে৷ শক্তিশালি বিরোধীতার কারনে সেটি সম্ভম না৷ খালেদা জিয়া আরও আগে ফ্যাসিষ্ট হতেন কিন্তু শেখ হাসিনার শক্তিশালী বিরোধিতার কারনে সে ফ্যাসিস্ট হতে পারেননি৷
তিনি আরও বলেন, এটি বাংলাদেশ। ষঢ়ঋতুর দেশ। জোয়ার ভাটার দেশ। ন্যাচারালী সবকিছু হয়। সেই দেশেটি একটা বড় সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। দেশে নির্বাচন হবে হবে করে কিন্তু হয়না ৷নির্বাচন নিয়ে তালবাহানা চলছে৷
আমরা এ সরকারকে সাপোর্ট করেছিলাম একারনেই এই অন্তবর্তভকালিন সরকার একটা ভাল সরকার, দেশে একটা ভাল নির্বাচন দেবে, গুম,খুন, হত্যার, বিচার করবে কিন্তু সরকারের সেদিকে কোন নজর নাই। দেশে আইন শৃঙ্খলার কোন উন্নতি নাই। এখনো মব তৈরি হচ্ছে। আর একটি দল মব তৈরির পায়তারা করছে। বর্তমানে দেশে অনেক কলখারানা বন্ধ৷ স্বার্থনেষী রাষ্টগুলোর বন্দর থেকে শুরু করে বিভিন্ন ধরনের চাওয়া পাওয়া নিয়ে ব্যস্ত । সামনে দেশ মহা সংকটের সমুক্ষিন হচ্ছে বলে জানান তিনি। এই সংকটময় মুহুর্তে আমরা এই দলগুলি বলছি না। এটা হতে পারেনা। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা থাকবে, ৯০ এর যে আন্দোলন সেটিও ইতিহাসে থাকবে এবং ২৪ শে জুলাই যে আন্দোলন, যত শহীদ হয়েছে সেটিও ইতিহাসে থাকবে৷ এগুলোকে নিয়ে সামনের দিকে আগাতে হবে। কিন্ত বর্তমান সরকারের সেগুলোর দিকে নজর নেই। মতবিনিময় সভায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিষ্ট পাটি(সিপিবি) পঞ্চগড় জেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড ফিরোজা খন্দকার চামেলী ও বাংলাদেশ জাসদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও পঞ্চগড় জেলা কমিটির সভাপতি অধ্যাপক এমরান আল আমিন। বাংরাদেশের কমিউনিস্ট পাটি দেবীগঞ্জ কমিটির সভাপতি কমরেড হাসান আলী, বোদা উপজেলা কমিটির সভাপতি দীপক কুমার দে বাব্লু, বাংলাদেশ জাসাদ আটোয়ারী উপজেলার সভাপতি আনিছুর রহমান মিঠু, পঞ্চগড় জেলা শাখার সাংগঠিক সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল সাধারন সম্পাদক সুবাস চন্দ্র রায় প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিষ্ট পাটি (সিপিবি)পঞ্চগড় জেলা কমিটির সভাপতি কমরেড আশরাফুল আলম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা কমিটির যুগ্ম সাধারন সম্পাদক শেখ সাজ্জাদ হেসেন। এসময় বাংলাদেশের কমিউনিষ্ট পাটি ও বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।





























