
সাইয়্যদ শান্ত-পঞ্চগড় প্রতিনিধি:
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বিজিবির আয়োজনে মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের উদ্যোগে কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর প্রীতিভোজের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক, রিজিয়ন কমান্ডার, উত্তর পশ্চিম রিজিয়ন, রংপুরের ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, পিএসসি, জিপ্লাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ মহাপরিচালক, সেক্টর কমান্ডার, ঠাকুরগাঁওয়ের কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, বিজিবিএম, পিএসসি। এছাড়াও পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) অধিনায়ক, অন্যান্য অধিনায়ক এবং বেসামরিক প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ পঞ্চগড় জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, সামরিক ও বেসামরিক অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে ১৮ বিজিবির পরিচালক এবং অধিনায়ক আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) ১৯৭৫ সালের ১ ডিসেম্বর কুমিল্লা সেক্টরের অধীনে মহিপাল নামক স্থানে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন স্থান যেমন জয়লস্কর, মারিশ্যা, রংপুর, ওয়াগ্গাছড়া, কাপ্তাই, নেত্রকোণা, বলিপাড়া, চুয়াডাংগা এবং ছোটহরিণায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে। ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে পঞ্চগড় এলাকায় দায়িত্বভার গ্রহণ করে। এই সময়ের মধ্যে ১৩৫.৫৯১ কিমি এলাকার দায়িত্ব পালন করে ১৯টি বিওপি ও ১টি আইসিপি পরিচালনা করেছে এবং চলতি বছরে ১৬ জন আসামীসহ এক কোটি ৭৯ লক্ষ টাকার অধিক চোরাচালানী পণ্য আটক করেছে।





























