
সাইয়্যেদ শান্ত-পঞ্চগড় প্রতিনিধি:
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে আজ শুক্রবার(৫ ডিসেম্বর) পঞ্চগড়ে এক ব্যতিক্রমী আয়োজন দেখা দিয়েছে। জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান স্বেচ্ছাসেবকদের সঙ্গে কয়েক কিলোমিটার সাইকেল র্যালিতে অংশ নেন। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এই র্যালি অনুষ্ঠিত হয়।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেলা প্রশাসক লেখেন, “আমি নিজেও একজন স্বেচ্ছাসেবক। সারাজীবন খেয়ে না খেয়ে বনের মোহ তাড়িয়েছি। স্বেচ্ছাসেবার মাধ্যমে সুন্দর আগামী তৈরি করা সম্ভব।” তিনি জানান, শহরকে পরিচ্ছন্ন রাখতে শিগগিরই পরিষ্ছন্নতা অভিযান শুরু করা হবে। পাশাপাশি মাদকসহ সামাজিক সমস্যা দূর করতে যৌথ উদ্যোগে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
জেলা প্রশাসক আরও লেখেন, তরুণদের যত বেশি স্বেচ্ছাসেবায় যুক্ত করা যাবে, তত সহজ হবে মাদকমুক্ত আগামী গড়া। তিনি ভবিষ্যতেও স্বেচ্ছাসেবকদের সঙ্গে বিভিন্ন কার্যক্রমে পাশে থাকার অঙ্গীকার করেন।
স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে প্রাণবন্ত এই সাইকেল র্যালিকে পঞ্চগড়ের মানুষ ভিন্নধর্মী আয়োজন হিসেবে স্বাগত জানিয়েছে।




































