
ইসমাইল হোসেন, পোরশা নওগাঁ
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পোরশা উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ হয় ও পরে শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মহাবুবুল আলম।
আরও উপস্থিত ছিলেন পোরশা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ সাগর আলী, নায়েবে আমির মোঃ আব্দুর রহিম,
উপজেলা সেক্রেটারি জনাব মোঃ শরিফুল ইসলাম, সহকারী সেক্রেটারি মোঃ ইয়াদুল হক, মোঃ নুর নবী সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আমপ্রিয় সকল জনসাধারণ।এ সময় বক্তারা জনগণকে ইসলামী দলে যোগদান করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করতে ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে মানুষের জানমাল নিরাপত্তা সুদ ঘুষ মুক্ত দেশ গঠনে সহাযোগিতা করার আহ্বান জানান।
আলোচনা শেষে সকলে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।







































