
আজিজুল ইসলাম:
‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো সারা দেশের ন্যায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী এই সপ্তাহ পালন করা হবে।
গতকাল বুধবার (২৬ নভেম্বর) সকালে ফুলবাড়ীয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম। আয়োজনটি বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ আয়োজনের অর্থায়ন করে।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ যোবায়ের হোসেন এর সভাপতিত্বে এবং ডাঃ তাহমিনা রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রুকনুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুল হোসেন, ফুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র সরদার, সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ওবায়দা বাবুল প্রমুখ।
এতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন এলাকার খামারিরা অংশ নেন। প্রদর্শনীতে মোট ৩০টি স্টলে মিষ্টি, পিঠা, ওষুধ কোম্পানি, হাঁস, মুরগি, পাখি এবং উন্নত জাতের গরু ছাগলসহ বিভিন্ন প্রজাতির পশু প্রদর্শিত হয়, যা দর্শনার্থীদের আকর্ষণ করে।
আলোচনা সভা শেষে ইউএনও মোঃ আরিফুল ইসলাম স্টল পরিদর্শন করেন এবং আয়োজক ও খামারিদের সঙ্গে মতবিনিময় করে উৎসাহ প্রদান করেন। এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।































