
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের তাহিরপুরে পর্যটন শিল্পকে আরও আধুনিক, নিরাপদ ও পর্যটকবান্ধব করে গড়ে তুলতে স্থানীয় পর্যটন খাত সংশ্লিষ্টদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ পর্যটন বোর্ডের আয়োজনে এবং তাহিরপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মেহেদী হাসান মানিক।প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ পর্যটন বোর্ডের পরিচালক (প্রশাসন ও অর্থ) আবু সেলিম মাহমুদ-উল-হাসান। তিনি বলেন,তাহিরপুরের হাওর,পাহাড়-প্রকৃতি ও পর্যটন সম্পদ যথাযথভাবে ব্যবস্থাপনা করা গেলে এই অঞ্চল জাতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ও পরামর্শ দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এস এম সাঈদুর রহমান। তিনি পর্যটকদের সঙ্গে পেশাদার আচরণ, নিরাপত্তা ব্যবস্থা,পরিবেশ সংরক্ষণ,পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।ইউএনও মোঃ মেহেদী হাসান মানিক প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন,পর্যটকদের হয়রানি,ব্ল্যাকমেইল,অনুমতি ছাড়া ভিডিও বা ছবি ধারণসহ যেকোনো অনৈতিক কর্মকাণ্ড আইনগত দণ্ডনীয় অপরাধ। এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এবং একজন পর্যটকের সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে।তিনি আরও বলেন,পর্যটকদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, স্থানীয় জনগণকেও এ বিষয়ে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তাহলেই তাহিরপুরে একটি নিরাপদ ও ভরসার পর্যটন পরিবেশ তৈরি হবে।বক্তব্য রাখেন টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরামের সভাপতি সাংবাদিক রাজু আহমেদ রমজান, সাধারণ সম্পাদক সাংবাদিক আহম্মদ কবির,তাহিরপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, সাংবাদিক সৈকত হাসান,সাংবাদিক মনিরাজ শাহ প্রমুখ এ সময় হোটেল-রেস্টুরেন্ট মালিক, পরিবহন শ্রমিক, স্থানীয় উদ্যোক্তা,ট্যুর গাইডসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান,এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি পাবে,যা পর্যটকদের জন্য মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে সহায়ক হবে এবং তাহিরপুরের পর্যটন শিল্প নতুন গতি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।





























