
মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন নওগাঁর পত্নীতলায় কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
বুধবার (৩ ডিসেম্বর ) পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন তারা ।
এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট :ল্যাব টেকনোলজিস্ট মিনহাজ পারভেজ সুমন, ডেন্টিস্ট জার্জিস,রেডিওলজিস্ট বেদারুল ইসলাম, ফার্মাসিস্ট সেলিম রেজা, গীতা রানী এবং বেসরকারি প্রাইভেট ডায়াগনস্টিক ও হাসপাতাল ল্যাব টেকনোলজিস্ট রাশেদ রানা, মাহফুজুল হক, তপু, শাকিল, রেন্টু, রউফ,মুসা ও ডেন্টিস্ট সুমন প্রমূখ।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘ ৩১ বছর ধরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ম গ্রেডের দাবি করে আসছে। কিন্তু কোন সরকারই তাদের দাবি বাস্তবায়ন করছে না। তাই তারা কর্মবিরতিতে গিয়েছে। দাবি আদায় না হলে লাগাতার কর্মসূচি ও কমপ্লিট শাটডাউনের করবে বলে জানান তারা।
এদিকে, সেবা না পেয়ে বিপত্তিতে পড়েন হাসপাতালে আসা রোগীরা। কর্মবিরতি চলাকালে হাসপাতালের প্যাথলজিসহ বিভিন্ন বিভাগে কর্মকাণ্ড বন্ধ থাকে। এ সময় সেবা না পেয়ে রোগীদের দাড়িয়ে থাকার দীর্ঘ লাইনের সারি দেখা যায়। সেবা না পেয়ে অনেকে পরেছেন ভোগান্তিতে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপের দাবি তাদের।





























