
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচিতে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনী, শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করে বিশেষ মোনাজাত করা হয়। সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিবাদন ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়।
পরে ইউএনও মোঃ আলীমুজ্জামান মিলন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া,স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম খালিদ সাইফুল্লাহ ও ডা.দেবাশীষ রায়, কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন,প্রাণিসম্পদ অফিসার ডা.আশীষ কুমার দেবনাথ,অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান,সমাজ সেবা অফিসার ফিরোজ আল মামুন,মৎস্য অফিসার মোছা.রুজিনা পারভীন,যুব উন্নয়ন অফিসার আশিষ কুমার ঘোষ,মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো.আব্দুল্লাহ আল মামুন,পল্লী উন্নয়ন অফিসার প্রহ্লাদ কুমার কুন্ডু,মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল,ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রাশেদুর রহমান,আনসার ও ভিডিবি অফিসার মোছা.বুলবুলি খাতুন,দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী মো.আসির উদ্দীন সহ উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ,শিক্ষক -শিক্ষার্থী,বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রমুখ।
এর আগে সকালে শহীদদের শ্রদ্ধা জানাতে উপজেলা প্রশাসন, পত্নীতলা থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, নজিপুর পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, বণিক কমিটি, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান , স্কাউট, হাঙ্গার প্রজেক্ট, এনজিও ফোরাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র পত্নীতলা উপজেলা ও পৌর শাখার যুবদল, কৃষকদল, মহিলাদল, শ্রমিকদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষে শহীদ মিনারের বেদীতে পুস্প স্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়াও দিনব্যাপি বিজয় মেলা, হাসপাতাল ও সরকারি বেসরকারি এতিখনা, বৃদ্ধাশ্রমে উন্নতমানের খাবার পরিবেশন, মসজিদে মন্দিরে দোয়া প্রার্থনা, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে আলোকসজ্জা করন অনুষ্ঠিত হয়।







































