
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার)-এর সম্মানজনক বদলি উপলক্ষে তাকে বিদায়ী শুভেচ্ছা স্মারক প্রদান করেছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে সংগঠনের সদস্য সচিব এস. এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ তাঁর হাতে স্মারক তুলে দেন।
স্মারক গ্রহণকালে বিদায়ী পুলিশ সুপার জসীম উদ্দিন নারায়ণগঞ্জের সাংবাদিকদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার প্রশংসা করে বলেন, “সততা, নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে কাজ করলে সাংবাদিকতা সমাজের জন্য আরও কার্যকর হবে।” তিনি নারায়ণগঞ্জবাসীর আন্তরিক সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করেন এবং জানান—এ সহযোগিতা তাঁর ভবিষ্যৎ পথচলায় স্মরণীয় হয়ে থাকবে।





























