
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা || রামপাল আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) উপজেলার রামপাল সদর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এ গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নারী ও কন্যার প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধ এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি)'র সহযোগীতায় ও ৪ নং রামপাল ইউনিয়ন পরিষদ ও জলবায়ু নারী ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, এ্যাডভোকেট মহিউদ্দিন শেখ, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, মানবাধিকার সভাপতি মো. কামাল হোসেন, সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. শেরোয়ান শেখ প্রমুখ। গোলটেবিল বৈঠকে ইউনিয়ন পরিষদের প্রতিনিধিসহ বিভিন্ন স্থানীয় সংগঠনের নারী নেত্রী, যুব প্রতিনিধি এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।



































