
সৌদি প্রো লিগে আল নাসরের জয়ে বড় ভূমিকা রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল ফাতেহকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে ব্যবধান কমাল দলটি।
শনিবার ঘরের মাঠে ১৭তম মিনিটে রোনালদো দলকে এগিয়ে নেওয়ার পর ২৯তম মিনিটে সমতা ফেরান সালেম আল নাজদি। ৭২তম মিনিটে ওতাভিওর গোলে ফের এগিয়ে যাওয়া স্বাগতিকরা মাঠ ছাড়ে তিন পয়েন্ট নিয়ে।
এটি লিগে আল নাসরের টানা পঞ্চম জয়। ২০ ম্যাচে ১৬ জয় ও এক ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা। এক ম্যাচ কম খেলা আল হিলাল ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে।







































