
কামাল উদ্দিন ভূইয়া, বিশেষ প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সোনারগাঁওয়ে কোরআন পাঠ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে পিরোজপুর ইউনিয়ন তাহেরপুর ইসলামিয়া আলিম মাদরাসা প্রাঙ্গণে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব অধ্যাপক মোঃ রেজাউল করিম। দোয়ার মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শতভাগ সাফল্য প্রত্যাশায় ও দেশবাসীর কল্যাণে কোরআন পাঠ ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও থানা বিএনপি সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল,পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, সহ সভাপতি পনির হোসেন, সোনারগাঁও থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নূরে ইয়াছিন নোবেল, আশরাফ মোল্লা, আতাউর রহমান, দেলোয়ার হোসেন দুলু সহ অত্র মাদরাসার শিক্ষার্থী সহ বিএনপির ও সহযোগী সংগঠনের অসখ্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।






























