
মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোন-৪ (মদন,মোহনগঞ্জ,খালিয়াজুড়ী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তার নিজ নির্বাচনী এলাকা থেকে মাদক,জুয়া নির্মুল করার ঘোষণার পরেই বিএনপিসহ স্থানীয় যুব সমাজ মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে মাদক কারবারি ধরা ও মাদকের আস্তানা ভেঙ্গে দেওয়ার আল্টিমেটাম দিয়েছে। এজন্য পৌর শহরসহ বিভিন্ন এলাকায় মাদক বিরোধী ঐক্য পরিষদ গঠন করেছে।
গতকাল (২৪ নভেম্বর) সোমবার রাতে মোহনগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের পূর্ব টেঙ্গাপাড়া ঐক্য পরিষদের উদ্যোগে মাদকের বিরুদ্ধে একটি মশাল মিছিল বের হয়।
মিছিলটি পৌর শহরের কাজী অফিস মোড় থেকে শুরু করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবার কাজী অফিস মোড়ে এসে সমাপ্তি ঘটে।
এসময় তারা স্লোগানে স্লোগানে বলেন, "মাাদক কারবারির চামরা তুলে নেব আমরা" " মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট একশান "
মিছিলে নেতৃত্ব দেন, টেংগাপাড়া ঐক্য পরিষদের আহ্বায়ক আশরাফুল আলম শুভ, সদস্য সচিব নূর মোহম্মদ আকাশ, ফিরোজ আহমদ, আশরাফুল আলম সুমন ও সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় তারা বলেন, মাদক ও জুয়া বিরোদ্ধে বাবর ভাইয়ের ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে মাদকের বিরুদ্ধে এ কর্মসূচি চলমান থাকবে। গতকালেও করেছি। আগামীকালেও করবো। তিনদিনের মধ্যে সকল মাদক ব্যবসায়ীদের উৎখাত করবো। "তিনদিন পরেও যদি মাদকের কোনো আস্তানা থাকে তাহলে সমস্ত এলাকাবাসী মিলে মাদকের আস্তানা ভেঙ্গে দিব" প্রতিদিন এই কর্মসূচি অব্যাহত থাকবে, যতদিন পর্যন্ত মাদক নির্মুল না হচ্ছে।
পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি কালবেলাকে জানান,আমাদের নেতা লুৎফুজ্জামান বাবর ভাই এই নির্বাচনী এলাকায় মাদক নির্মুল করার ঘোষণা ও মাদকের বিরোদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশনা অনুযায়ী আমি পৌর শহরের প্রতিটি ওয়ার্ডে মাদক বিরোধি ঐক্য পরিষদ গঠন করে এলাকাকে মাদক মুক্ত গড়তে চাই।



































