
মোঃ আল আমিন, কিশোরগঞ্জকিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের শাহপুর গ্রামে ধানের শীষের নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও রাস্তাসহ গোরস্তান সংস্কারের প্রতিশ্রুতি দিলেন ধানের শীষের প্রার্থী সৈয়দ এহসানুল হুদা। মঙ্গলবার দুপুরের দিকে ৯ নং ওয়ার্ড শাহপুর গ্রামে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। এসময় স্থানীয় সমর্থকরা "ধানের শীষ" স্লোগানে স্লোগানে বর্ণাঢ্য মিছিল বের করে। এতে উপস্থিত ছিলেন বাজিতপুর ও নিকলী উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় বক্তারা ধানের শীষের ভোট চেয়ে শাহপুর গ্রামের রাস্তা ও গোরস্তান সংস্কারের প্রতিশ্রুতি দেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে বিএনপি থেকে ধানের শীষের মনোনয়ন পেয়েছে সৈয়দ এহসানুল হুদা। আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে স্থানীয় মানুষদের সাথে কুশল বিনিময় করেন প্রার্থী সৈয়দ এহসানুল হুদা। বক্তারা বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজেই সৈয়দ এহসানুল হুদাকে ধানের শীষে মনোনয়ন দিয়েছে। বিএনপির কর্মীদের ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ। স্থানীয় সূত্রে জানা যায়, জারইতলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড শাহপুর গ্রাম। মসজিদ ও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে শুরু করে চান্দেরহাটি হয়ে প্রায় অর্ধ কিলোমিটার কাঁচা রাস্তা বেহাল দশায় রয়েছে দীর্ঘদিন ধরে। বর্ষা মৌসুমে চলাফেরা সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি। শুষ্ক মৌসুমে ধূলোবালিতে একাকার হয়ে পড়ে রাস্তাটি।স্থানীয়রা আক্ষেপ প্রকাশ করে বলেন,গ্রামের মানুষদের শ্বাসকষ্ট হয় রাস্তাটির ধূলোবালির কারনে। হাওর থেকে কৃষকরা ধানসহ শস্যাদি পরিবহণ করে আনতে পারে না। হাটা চলাফেরায় প্রচুর কষ্ট হয়। যানবাহন চলাফেরা করে না। স্কুলের শিক্ষার্থী, মসজিদের মুসুল্লী ও গ্রামবাসী চরম বিপাকে রাস্তাটি নিয়ে। জানা যায়, মাটি ভরাট করে সংস্কার করলেও তা টিকেনা বেশিদিন। ভেঙে পাশের খালে পড়ে যায় মাটি। এছাড়া গর্ত ও ভাঙন সৃষ্টি হওয়ায় চলাফেরায় সম্পূর্ণ অনুযোগী হয়ে পড়েছে রাস্তাটি। আরো জানা যায়, পুরো গ্রামের একটি মাত্র গোরস্তান। বর্ষাকালে মরদেহ দাফনে চরম ভোগান্তিতে পড়ে গ্রামবাসী। চারদিকে সুরক্ষা দেয়াল না থাকায় মাটি আটকে থাকে না। বর্ষায় ভাঙন হয়। কেউ মারা গেলে দাফনে সমস্যা হয় স্থানীয়দের। নির্বাচনী কার্যায়ল উদ্বোধন করতে এসে শাহপুর গ্রামের এমন ভোগান্তির চিত্রগুলো দেখে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদা উন্নয়ন ও সংস্কারের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, তাকে যদি ভোট দিয়ে পাশ করানো হয় তাহলে তিনি গ্রামের রাস্তা ও গোরস্তান উন্নয়নে কাজ করবেন।




























