
সাতক্ষীরায় ব্যবসায়িক দ্বন্দ্বে গুলিবিদ্ধ-২
গাজী হাবিব, সাতক্ষীরা:
সাতক্ষীরায় মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ট ওয়াইফাই লাইনের ব্যবসাকে কেন্দ্র করে নেটওয়ার্কিং করা তার কেটে পালানোর সময় আটককৃত ব্যক্তিকে ছাড়িয়ে নিতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে দুইজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে। তবে স্থানীয়রা জোর দিয়ে বলছেন- মাদক ব্যবসার আধিপত্য বিস্তারে নেটওয়ার্কিং লাইন বিচ্ছিন্ন করতে এসে এঘটনা ঘটেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর রাত ৪ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার শাখরা গ্রামের সাহেব আলী মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহতরা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার মাদক পাচারের নিরাপদ রুট হাড়দ্দহা গ্রামের আলাউদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৩৮) ও দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের এসএম সাইদুর রহমানের ছেলে শাহিনুর রহমান (৩০)।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শাহীনুর রহমান জানান, দুটি মোটরসাইকেলে চারজন লোক ভোররাতে কোমরপুর গ্রামের সাহেব আলির বাড়ির সামনে এসে ওয়াইফাই লাইনের তার কাটার চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে ভোর রাত ৪ টার দিকে আমরা কয়েকজন মিলে তাদের মধ্যে একজনকে ধরে ফেলি। এ সময় বাকিরা আমাদের উপর গুলি চালিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। যাওয়ার সময় তারা একটি মোটরসাইকেল ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। তার পেটে গুলির ছাররা লেগেছে বলে তিনি জানান।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম জানান, ওয়াইফাই ব্যবসার দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটেছে। একপক্ষের লোকজন তার কাটতে আসলে অপরপক্ষের লোকজন তাদের একজনকে আটক করে। এসময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে এক ধরনের বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হয়। এ ঘটনায় দুইজন আহত হয়েছে। তবে এটি গুলিবর্ষণের কোন ঘটনা নয়। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও বেশ কিছু বিস্ফোরক জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, মাদক ব্যবসায় নেটওয়ার্ক লাইন বিঘ্ন ঘটাচ্ছে যার কারনে এই লাইনের তার কেটে দিয়ে দুর্বৃত্তরা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে চেয়েছিল। সীমান্ত এলাকার মধ্যে ওয়াই ফাই লাইন যাওয়ায় তাদের কাজে বিঘ্ন ঘটছে। তাই তারা এ তার কেটে দিতে এসেছিল।
এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।





























