
ঢাকার বাজারগুলোতে সবজির দাম আরো বেড়েছে। গত দুই সপ্তাহ সবজির দাম কিছুটা স্বাভাবিক থাকলেও শুক্রবার (২০ সেপ্টেম্বর) আগের সপ্তাহের চেয়ে কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। এছাড়া চাল-ডাল ও মাছ মাংসের দাম দাম এখনো কমেনি। বাজারে চড়া মূল্যে নিত্যপণ্য ক্রয় করতে হচ্ছে। এতে কিছুটা ভোগান্তিতে পড়েছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
কাঁচা বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি আলু ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে, বেগুন ১১০ টাকায়, পটল ৬০ টাকায়, পেপে-৪০ টাকায়, কাঁচামরিচ ২৪০ টাকায়, লাউ ৬০ টাকায়, ঝিঙা ৫০ টাকায়, করলা ৮০ টাকায়, মুলা ও মিষ্টি কুমড়া ৫০ টাকায়, প্রতিটি চাল কুমড়া ৪৫ টাকায়, গাজর ১৭০ টাকায় এবং সিম ২৩০-২৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি টমেটো ১৬০ টাকায়, ঢেঁড়স ৬০ টাকায়, কাকরোল ৭০ টাকায়, সিম ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতারা বলেন, বন্যার কারণে কাঁচা সবজি নষ্ট হওয়ায় পাইকারি বাজারে আমদানি কম হচ্ছে। ফলে গত ২ থেকে ৩ দিনের মধ্যে কাঁচা বাজারে সকল সবজির দাম প্রায় ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। কোনো কোনো ক্ষেত্রে দাম দ্বিগুন ছাড়িয়ে গেছে। এতে করে কিছুটা কমেছে বেচা বিক্রি।
অপরদিকে পেঁয়াজের দামও এখনো চড়া। গত সপ্তাহের মতোই প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি রসুন বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকায়। আর প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ২৭০ টাকায়।
চালের বাজার ঘুরে দেখা যায়, চালের মধ্যে প্রতি কেজি আটাশ গত সপ্তাহের চেয়ে দুই টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকায়। আর প্রতি কেজি মিনিকেট বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। দেশি মুসরির ডাল বিক্রি হচ্ছে ১৪০ ও ইন্ডিয়ান ১১০ টাকা প্রতি কেজি এবং মুগের ডাল ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজার ঘুরে দেখা যায়, ছোট মাছ কেজি প্রতি ৩০০ থেকে ৪০০ টাকা, টাকি মাছ ৬০০ থেকে ৭০০ টাকা, দেশি রুই ছোট সাইজ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা এবং বড় সাইজের রুই ৬০০ থেকে ৭০০ টাকা দরে। অপর দিকে এক কেজির ওপর ওজনের (গ্রেড) প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১৭০০ থেকে ১৮০০ টাকায়। আর ৭০০-৯০০ গ্রাম (মাজলা) ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৩০০ টাকায়।
অপর দিকে গরুর মাংস প্রতি কেজি ৭৫০ থেকে ৭৮০ টাকা, ব্রয়লার মুরগী প্রতি কেজি ১৯০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৮০-২৯০ টাকায়। আর পাকিস্তানী কক বিক্রি হচ্ছে ৩০০-৩২০ টাকায়। এদিকে ব্রয়লার ডিম বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকা ডজন এবং ডজন প্রতি হাঁসের ডিম ২৩০-২৪০ টাকায় বিক্রয় হচ্ছে।







































