
শ্রীবাস মজুমদার স্টাফ রিপোর্টার:-
লক্ষ্মীপুর কমলনগর সাংবাদিক ও উদ্যোক্তা ওমর ফারুক সবুজ মোটর সাইকেল দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায়
১৩ এপ্রিল শনিবার দুপুর ৩টা ১৭মিনিটে ঢাকা ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত কয়েকদিন সে আইসিউতে ছিল।তার বড় ভাই খোরশেদ আলম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সাংবাদিক ওমর ফারুক সবুজ বহু প্রতিভা র অধিকারী ও তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং তোরাব গঞ্জ শাখার পরিচালক ছিলেন।
সবুজ ছিল আন্তরিক ও পরো পকারী ব্যক্তি।
ইউনিয়ন পরিষদে সেবার জন্য গেলে সকল সেবা গ্রহীতাকে সমান ভাবে মূল্যায়ন করতো।আন্তরিকতা দিয়ে সহজে ইউনিয়ন বাসীর বিভিন্নভাবে সেবা দিতেন।
সবুজের মৃত্যুতে কমলনগর প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছেন। আগামীকাল ১৪এপ্রিল রবিবার সকাল ১০টায় তোরাবগন্জ স্কুল এন্ড কলেজ মাঠে ওমর ফারুক সবুজের জানাজা অনুষ্ঠিত হবে।





























