
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ- চট্টগ্রাম সীতাকুণ্ডে মহোন্ত আস্তানায় শিব চতুদর্শী মেলা শুভ উদ্বোধন করেন এমপি এসএম আল মামুন। আজ শুক্রবার বিকাল ৫টায় চন্দ্রনাথ স্রাইন কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন দাশের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তীর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ বদিউল আলম, সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ কামাল উদ্দিন পিপিএম,জেলা পরিষদের সদস্য আ ম ম দিলশাদ, কাউন্সিলর শফিউল আলম মুরাদ প্রমুখ। এতে আরও উপস্থিত ছিলেন স্রাইন কমিটির ও মেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। আজ থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলার প্রথম দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে চন্দ্রনাথ ধামের পাহাড়ি এলাকার আশপাশ। আর এ মেলাকে কেন্দ্রকরে সীতাকুল্ডে শতাধিক মঠ মন্দিরকে সাজানো হয়েছে নতুন রুপে। যে দিকে চোখ যায় সে দিকেই বিভিন্ন রঙের বাতিতে জলমল করতে দেখা গেছে পুরো তীর্থভূমি।তবে ইতোমধ্যে বিশ্বের দেশ বিদেশ থেকে আগত পূণ্যার্থীরা সকাল থেকে সীতাকুণ্ডে আসতে শুরু করেছেন। পূণ্য লাভের আশায় তীর্থ দর্শন করতে লাখ লাখ সনাতন নর-নারী মানুষ এসময় চন্দ্রনাথ ধামে প্রতিবছর ছুটে আসেন। মেলা চলাকালে সমস্ত আন্তনগর ট্টেন সীতাকুণ্ডে পাঁচ মিনিট করে যাত্রা বিরতী করবে। এবার ১০-১২ লাখের ও অধিক তীর্থযাত্রী আগমন ঘটবে বলে আশা করছেন উপজেলা প্রশাসন ও চন্দ্রনাথ স্রাইন কমিটির নেতৃবৃন্দ। এদিকে স্রাইন কমিটির সভাপতি শ্যামল দত্ত ও সাধারণ সম্পাদক চন্দন দাশ বলেন, প্রতিবছরের তোলনায় শিব চতুদর্শী মেলা সু-শৃঙ্খল হবে আশা করছি।
এ মেলা ফাল্গুন মাসের তিথিতেই অনুষ্ঠিত হয়ে থাকে। পূণ্যাথীদের সুবিধার্থে ব্যাসকুণ্ডে চারদিকে লাইটিং,পানির সু-ব্যবস্থা এবং ভ্রাম্যমান টয়লেট , বিশ্রামারগারসহ মহিলাদের আলাদা শৌচাগাাারের ব্যবস্থা করা হয়েছে।





























