
শেরপুর প্রতিনিধি :
শেরপুর জেলা হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা আজ ৩ ডিসেম্বর বুধবার দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কর্ম বিরতি পালন করেছে। কর্ম বিরতি পালনকালে জেলা হাসপাতালে বিভিন্ন রোগ নিয়ে সেবা নিতে আসা রোগীরা অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছে। বিশেষ করে, ডায়াবেটিস, হার্টের রাগী সহ জটিল রোগে আক্রান্ত যাদের রক্ত মলমূত্র পরীক্ষা সহ এক্সরে আল্টাসোনো ইসিজির মতো জরুরী পরিক্ষা সম্পূর্ণ বন্ধ থাকায় চরম বিপর্যয়ের মধ্যে পড়ে। অনেক রোগী খালি পেটে রক্ত দিতে এসে চিকিৎসা নিতে না পারায় ক্ষোভে ফেটে পড়েন।
এদিকে আন্দোলনরত ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টরা জানান তাদের দাবি মানা না হলে আগামীকাল থেকে তারা পুরোপুরি শাটডাউনের দিকে যাবে তাদের চলমান আন্দোলন। তাদের দাবি, দশম গ্রেড দ্রুত বাস্তবায়নসহ দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নানা সমস্যা সমাধান।
পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পাশাপাশি স্বাস্থ্য বিভাগের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন সেবা নিতে আসা রোগীরা।





























