
শেরপুর প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে নিজ নির্বাচনী পোস্টার, প্যানা ও বিলবোর্ড অপসারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর ১ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।
আজ ১২ ডিসেম্বর শুক্রবার সকালে শেরপুর পৌর এলাকার তাতালপুর, পাশ্ববর্তী বাজিতখিলা, পাকুড়িয়া ইউনিয়নের চৈতনখিলা বটতলা বাজারে বিভিন্ন দেয়াল, গাছ ও স্থাপনার উপর সাঁটানো পোস্টার, প্যানা ও বিলবোর্ড অপসারণ কাজ শুরু করেন। এসময় তার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা ও থানা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হাফেজ রাশেদুল ইসলাম জানান,আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি সম্পর্কে অবগত হয়ে সমস্ত পোস্টার প্যানা ও বিলবোর্ড অপসারণ করার সিদ্ধান্ত নিয়েছি এবং তা নির্ধারিত সময়ের আগেই ইনশাআল্লাহ অপসারণ করতে পারবো।
উল্লেখ্য, জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে সমস্ত নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত প্যানা, পোস্টার, ব্যানার, বিলবোর্ড, তোরণ ও আলোকসজ্জা অপসারণ করতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।





























