
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১২০ পুরিয়া হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে হাউজিং এলাকার ৭ নম্বর গলির মাথায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি শাহীনুর আলমের নেতৃত্বে এসআই ওয়ালি উল্লাহ ও এসআই শামীম রেজার একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় উজ্জল (২৮) নামে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি আটি হাউজিং এলাকার বাসিন্দা বলে পরিচয় দেন।
তল্লাশিতে উজ্জলের কাছ থেকে ১২০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ।



































