
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের হাওরঘেরা তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ দীর্ঘদিন ধরে বারমাস ব্যবহার অনুপযোগী অবস্থায় পড়ে ছিল। কাদা, জলাবদ্ধতা আর অবহেলায় হারিয়ে যাচ্ছিল স্কুলজীবনের অনাবিল আনন্দ। অবশেষে সেই অন্ধকার অধ্যায়ের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মাঠের মাটিভরাট কাজের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ফিরে এলো প্রাণ,ফিরে এলো আশার আলো।
এই একটি মাঠ শুধু ইট-মাটি আর ঘাসের এক টুকরো ভূমি নয়। এটি শিক্ষার্থীদের স্বপ্নবোনা প্রান্তর, বন্ধুত্বের চারণভূমি,আর তারুণ্যের প্রথম উড়াল দেওয়ার জায়গা।আজকের এই উদ্বোধন কেবল একটি কাজের সূচনা নয় এটি শতশত শিশুর শৈশবকে ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার, সাবেক চেয়ারম্যান নুর ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম সুবল,শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোসাহিদ আলী, যুবদলের সভাপতি জিয়াউর রহমান আখঞ্জী,ইউপি সদস্য আবুল কালাম ও সাবেক ইউপি সদস্য আলী হোসেন।
বক্তারা বলেন,এই মাঠ শুধু খেলাধুলার জায়গা নয় এটি হয়ে উঠবে এলাকার সামাজিক অনুষ্ঠান,সভা-সমাবেশ এবং জাতীয় দিবসের প্রাণকেন্দ্র। পাশাপাশি বন্যা বা দুর্যোগকালীন সময়ে মানুষের আশ্রয় ও সহায়তার নির্ভরতার প্রতীক হয়ে উঠবে এই মাঠ।
প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম সুবল বলেন মাটিভরাট সম্পন্ন হলে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে খেলাধুলা করতে পারবে,সাংস্কৃতিক চর্চা বাড়বে,দেশপ্রেম ও শৃঙ্খলার মূল্যবোধ গড়ে উঠবে। এই কাজ বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা শুধু একটি মাঠ নয় একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার ভিত নির্মাণ করছি।
উদ্বোধনী আয়োজন ঘিরে শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ছিল আনন্দের ঢেউ।স্থানীয়রা জানান, বহুদিনের দাবির বাস্তবায়ন দেখে তারা আবেগাপ্লুত। দ্রুত কাজ সম্পন্ন করে মাঠটি ব্যবহারের উপযোগী করে তোলার জোর দাবি জানান তারা।





























