
এম এম ইউসুফ আলী স্টাফ রিপোর্টার
নাঙ্গলকোট পৌরসভার শ্রীহাস স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে ২৭ জানুয়ারি মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট সমাজসেবক হাফেজ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও বিল্লাল মজুমদারের সঞ্চালনায় খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মাহবুবুল হক মজুমদার।
খেলার উদ্বোধক ছিলেন এডভোকেট সাইফুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আনোয়ার হোসেন।
খেলার শুভেচ্ছান্তে ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার আলমগীর হোসেন, ডাক্তার আমজাদ হোসেনসহ প্রমুখ।
খেলা দেখতে মাঠে হাজার হাজার ক্রীড়াপ্রেমী উপস্থিত হন।
নির্ধারিত সময়ে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়।
নির্ধারিত সময় শেষে খেলায় হেসাখাল খোকন একাডেমি - নাওগোদা জুনিয়র স্পোর্টিং ক্লাব কে ১- ০ গোলে হারিয়ে চ্যামপিয়ন হয়।
খেলা শেষে অতিথি বৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের আয়োজন তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে।




























