
স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুরে নতুন কাঠামোতে বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করছে শ্রমিকরা।
মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৭ টার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুর উপজেলার জৈনা বাজার জমজম স্পিনিং মিলস-র শ্রমিকরা এ বিক্ষোভ করেন।
নাম না বলার শর্তে এক অপারেটর জানান, আমরা নতুন কাঠামোতে বেতনের দাবি জানিয়ে একাধিকবার কারখানা কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করলেও কোন সাড়া দিচ্ছে না। তাই বাধ্য হয়েই আন্দোলনে নেমেছি। এছাড়াও নতুন গেজেট অনুযায়ী আমাদের কটন টেক্সটাইল শ্রমিকদের অসঙ্গতি রয়েছে।
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা হাইওয়ে পুলিশের ডিউটি অফিসার এস আই প্রণব চন্দ্র দাস বলেন, শ্রমিকেরা বিক্ষোভ করছে। শিল্প পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (শ্রীপুর জোন) মো.আরিফুল ইসলাম জানান,সকাল ৯ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে কারখানার শ্রমিকেরা কারখানার আশপাশে রয়েছে।





























