
নিজস্ব প্রতিবেদক: সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বিআরটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফরিদপুর ও রাজবাড়ী জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ২১টি পরিবারের মাঝে মোট ৯১ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এই আর্থিক সহায়তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবন-জীবিকা পুনর্গঠন এবং চিকিৎসা ও পারিবারিক ব্যয় নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ চেয়ারম্যান বলেন, “সড়ক দুর্ঘটনার ক্ষতি কখনোই পূরণ সম্ভব নয়। তবে সরকার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে মানবিক দায়িত্ববোধ থেকে এই সহায়তা প্রদান করছে। বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মাধ্যমে প্রদত্ত এই সহায়তা তাদের দুঃসময় কিছুটা লাঘব করবে বলে আমরা বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আইন মেনে চলা, চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক ও নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই। দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তা, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সহায়তা প্রাপ্ত পরিবারগুলোর পক্ষ থেকে এই উদ্যোগের জন্য সরকার ও বিআরটিএ কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।





























