
মাসুদ রানা: সুজানগর(পাবনা)
পাবনার সুজানগরের চিনাখড়া বাজারে নতুন আঙ্গিকে জয় জুয়েলার্স দোকানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। ১১ মার্চ (সোমবার) দুপুরে চিনাখড়ার হাজী আবুল কাশেম মার্কেটে কেক কেটে জয় জুয়েলার্স দোকানে এই শুভ উদ্বোধন করা হয়।
এসময় জয় জুয়েলার্স স্বত্বাধিকারী নিমাই কর্মকার জানান,রুচিশীল গ্রাহকের গুণগত মানসম্মত খাঁটি স্বর্ণ দিয়ে আধুনিক ডিজাইনের সব ধরনের অলংকার প্রস্তুতের বিশেষ ব্যবস্থা রয়েছে। আরো জানান যুগের সাথে তালমিলিয়ে জয় জুয়েলার্সের ইউনিক ডিজাইনের ডেকোরেশন করেছি। এই জন্য সকাল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জয় জুয়েলার্সের ডোকোরেশন দেখার জন্য ভীড় করছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বর্ণ ব্যবসায়ী রাজা,আবদুল্লাহ, সহ মানিক, বাবু খাঁ,শামীম,লিটন,মিন্টু, সুভাষ,আলোকিত সকালের উপজেলা প্রতিনিধি মাসুদ রানা সহ চিনাখড়া বাজার বণিক সমিতির সাধারণ সদস্যবৃন্দ।





























