
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলা পুলিশের জন্য একটি স্মরণীয় দিন ছিল,যখন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়ে খুলনা রেঞ্জ অফিসে বদলি হচ্ছেন।শনিবার (২৯ নভেম্বর) সুনামগঞ্জ পুলিশ লাইন্সে আয়োজিত বিদায়ী সংবর্ধনা ছিল আবেগের এক বন্যা।
ফুল, সম্মাননা স্মারক ও উষ্ণ শুভেচ্ছার মাঝেই প্রতিটি মুহূর্তে চোখে জল,হৃদয়ে কৃতজ্ঞতার অনুভূতি ছড়িয়ে পড়ছিল।জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মাঠপর্যায়ের সদস্যরা আবেগভরে স্মৃতিচারণ করেন একজন নেতা যিনি শুধু নির্দেশ দেননি, বরং পাশে দাঁড়িয়েছেন এক অভিভাবকের মতো। তার নেতৃত্বে সুনামগঞ্জে আইন-শৃঙ্খলা কেবল নিশ্চিত হয়নি,মানুষের মধ্যে পুলিশে ভরসা ও আস্থা বেড়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইলত্যুৎ মিশ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, শেখ মো. মুরসালিন, প্রণয় রায়, এস এম ফজলে রাব্বি রাজিবসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্সগণ।
শেষ মুহূর্তে আবেগে ভারী কণ্ঠে বিদায়ী পুলিশ সুপার বলেন:প্পসুনামগঞ্জ শুধু আমার কর্মস্থল নয়, এটি আমার হৃদয়ের অংশ। এখানকার মানুষ, আমার সহকর্মীরা আপনাদের ভালোবাসা আমি আজীবন মনে রাখব।
আজ সুনামগঞ্জ জানল—একজন অভিভাবক যেতে পারেন,কিন্তু ভালোবাসা ও স্মৃতি চিরকাল থেকে যায়।





























