
জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জামায়াত ইসলামী সমর্থিত প্রার্থী নিজামুল হক নাঈম বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং মাঠ এখনো নিশ্চিত করা হয়নি। দ্রুত তা নিশ্চিত করতে হবে। স্বাধীনতার ৫৪ বছরেও জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। সততা, নিষ্ঠা ও দেশ গঠনের শক্তিতে নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে। শারীরিক সুস্থতা ও মানসিক দৃঢ়তা যুবসমাজকে দেশের সম্পদ হিসেবে গড়ে তোলে।
শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) সকালে লালমোহন উপজেলা কমপ্লেক্সের সামনে "রান উইথ নাঈম” ম্যারাথন দৌড় কর্মসূচির পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বক্তব্য শেষে লালমোহন উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে ম্যারাথন দৌড় কর্মসূচি শুরু হয়ে সরকারি শাহবাজপুর কলেজ মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে মিছিল নিয়ে কলেজ মাঠ থেকে উত্তর বাজার মসজিদের সামনে এসে শেষ হয়। রান উইথ নাঈম” ম্যারাথন দৌড় কর্মসূচির নেতৃত্ব দেন নিজামুল হক নাঈম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক অ্যাডভোকেট রহমত উল্লাহ সেলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলা সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, উপজেলা কর্মপরিষদ ও শুরা সদস্যবৃন্দ, বিডিপি লালমোহন উপজেলা সভাপতি প্রফেসর হাসনউজ্জামান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম। এছাড়া অংশ নেন কালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী কাজী মুহাম্মাদ শাহে আলম, লর্ডহার্ডিন্জ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন সোহাগ, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি জসিম উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
শীত উপেক্ষা করে এলাকাবাসী— বিশেষ করে তরুণ ও ক্রীড়াপ্রেমীরা— ম্যারাথনে ব্যাপক অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, সুস্থ জীবনধারা গড়ে তোলা, ইতিবাচক সামাজিক পরিবর্তন এবং যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতা সৃষ্টি করতেই এ আয়োজন। অংশগ্রহণকারীরা দৌড় শেষে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের আহ্বান জানান। শান্তিপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত “রান উইথ নাঈম” কর্মসূচি লালমোহনের সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।





























