
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: বগুড়ায় যাত্রীবাহী বাসে স্বামী-স্ত্রী পরিচয়ে ইয়াবা পাচারকালে বিপুল পরিমাণ মাদকসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের একটি চৌকস দল ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যার দিকে বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কের পশ্চিম পাশে অভিযান চালানো হয়। এ সময় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ভিতরে বসা টিকিটবিহীন দুই যাত্রীর দেহ তল্লাশি করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। পাশাপাশি মাদক বিক্রির নগদ ৯৫ হাজার টাকা, একটি সিমসহ দুটি বাটন ফোন এবং একটি সিমসহ একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. বকুল হোসেন (৫২), জয়পুরহাট সদর উপজেলার বাসিন্দা এবং মোছা. লাকি বেগম (৪০), দিনাজপুর জেলার হাকিমপুর থানার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী পরিচয়ে যাত্রীবেশে দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা পাচার করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
এ বিষয়ে ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদক কারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে বিভিন্ন ছদ্মবেশ গ্রহণ করছে। স্বামী-স্ত্রী পরিচয়ে যাত্রীবেশে মাদক বহন একটি নতুন কৌশল হলেও ডিএনসি নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও তল্লাশি কার্যক্রমের মাধ্যমে এসব অপতৎপরতা কঠোরভাবে দমন করছে। বগুড়াকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান আরও জোরদার করা হবে।”
তিনি আরও বলেন,“মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতারও প্রয়োজন রয়েছে। সাধারণ মানুষের সহযোগিতা পেলে মাদকচক্রকে পুরোপুরি ধ্বংস করা সম্ভব।”
গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।





























