
স্টাফ রিপোর্টার
তাহিরপুর সীমান্তে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) পরিচালিত অভিযান থেকে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ করা হয়েছে। অভিযানটি দেশের কৃষক,অর্থনীতি এবং সরকারের রাজস্ব রক্ষা করার লক্ষ্যে নেওয়া হয়েছে।
বিজিবি সূত্র জানায়,বুধবার (১০ ডিসেম্বর) রাত ১টা ৪০ মিনিটে তাহিরপুর উপজেলার ৫নং বাধাঘাট ইউনিয়নের লাউড়গড় বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২০৩/১-এস সংলগ্ন যাদুকাটা নদী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২টি বারকী নৌকা, ১,৫৭৫ কেজি ভারতীয় পেঁয়াজ এবং ১০০ কেজি ভারতীয় চিনি আটক করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ২,৭১,০০০/- টাকা।
অধিনায়ক, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জানান দেশীয় কৃষকদের ক্ষতি রোধ এবং পেঁয়াজ চাষে উৎসাহ বৃদ্ধি করার জন্য সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। চোরাচালান রোধে স্থল ও নৌপথ উভয় ক্ষেত্রেই অভিযান অব্যাহত রয়েছে।
আটককৃত বারকী নৌকাসহ সকল পণ্য শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিজিবির অভিযান তাহিরপুর সীমান্তের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।





























