
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় শনিবার (২৯ নভেম্বর ২০২৫) এক আবেগঘন মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়া এবং বিএনপি নেতা, তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তুজাম্মিল হক নাসরুম। এছাড়া বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিত ছিলেন।
মাহফিলে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন। তারা বলেন, “বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু নিশ্চিত হওয়া দেশের জন্য এক অপরিসীম আশা।
অনুষ্ঠানে নেতাকর্মীরা চোখের অশ্রু মুছতে মুছতে একত্র হয়ে প্রার্থনা করেন, যাতে দেশের মায়ের মতো নেত্রী শীঘ্রই সুস্থ হয়ে আবার জনগণের মাঝে ফিরে আসেন। এ সময় তারা দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।





























