
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের তাহিরপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযান চালিয়ে ৩২ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব-৯, সিপিসি-৩-এর একটি টহলদল (১০ ডিসেম্বর) রাত ১০:৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মোদেরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একজন পালিয়ে গেলেও মোঃ ছালেক মিয়া (৫৬)কে আটক করা হয়। ধৃত ব্যক্তির কাছ থেকে ২টি পাটের বস্তার ভিতর ৩২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি এবং তার সহযোগী সীমান্ত এলাকা থেকে মদ সংগ্রহ করে সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতেন। উদ্ধারকৃত মদ এবং ধৃতকে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কো (কে.এম.) শহিদুল ইসলাম সোহাগ বলেন,আমরা মাদক, চাঁদাবাজি,সন্ত্রাস ও সহিংস অপরাধ দমনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। দেশের মানুষ যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারে,তাই অভিযান অব্যাহত থাকবে। যারা আইনশৃঙ্খলা ভঙ্গ করতে চায়, তাদের বিরুদ্ধে র্যাবের অভিযান চলমান থাকবে।





























