
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের তাহিরপুরে দীর্ঘ প্রতীক্ষিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হঠাৎ অন্যত্র স্থানান্তর করায় শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তরে তীব্র মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হলো।
তাহিরপুর হাওর বাচাঁও আন্দোলন ও সচেতন তাহিরপুরবাসী এই মানববন্ধনের আয়োজন করে। বক্তারা বলেন,আমাদের যুবসমাজের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির স্বপ্ন এই কেন্দ্রের সঙ্গে যুক্ত,কিন্তু স্থানীয়দের মতামত ছাড়া এটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। যারা এই সিদ্ধান্ত নিয়েছে, তারা সম্পূর্ণ দায়িত্বহীনতা প্রদর্শন করেছেন।
বক্তারা আরও বলেন,আমরা পূর্বেই কেন্দ্রের জন্য জায়গা নির্ধারণ করেছি। তাহলে কেন আমাদের অবহেলা করে এটি অন্যত্র সরানো হলো,আমরা প্রকল্পটি পুনরায় তাহিরপুরে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করব।
উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্দেশে তারা বলেন, আপনার ব্যস্ততার কারণে আমাদের অঞ্চলের যুবসমাজের জন্য এ প্রকল্প বিপর্যয়ের দিকে যাচ্ছে। অবিলম্বে কেন্দ্রটি ফিরিয়ে আনুন।
মানববন্ধনে শিক্ষার্থী,ব্যবসায়ী,রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। আয়োজকরা সতর্ক করে বলেন,কেন্দ্রটি পুনঃপ্রতিষ্ঠা না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে।





























