
মোঃ এনামুল হক
তালা,সাতক্ষীরা
বদলিজনিত বিদায় উপলক্ষে তালা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (৩০ডিসেম্বর) তালা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ে গিয়ে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও দীপা রানী সরকার তার অনুভূতি ব্যক্ত করে বলেন,
“আমি তালায় যোগদানের পর থেকে তালা উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সাংবাদিকরা সবসময় আমাকে সহযোগিতা করেছেন। উন্নয়নমূলক কার্যক্রম থেকে শুরু করে প্রশাসনিক কাজ—সবক্ষেত্রে তাঁদের ইতিবাচক ভূমিকা আমাকে সামনে এগিয়ে যেতে প্রেরণা দিয়েছে। তালার মানুষ ও সাংবাদিক সমাজের প্রতি আমার হৃদয়ে সবসময় বিশেষ জায়গা থাকবে।”তিনি উপজেলা প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।





























